Best Web Development learning platform

Accessible Offline and Online Courses For All

Own your future learning new skills

Register Your Course Here

CATEGORIES

Popular Categories

Web Development

Machine Learning

C Programming

C++ Programming

HSC ICT With Lab Support

SSC ICT With Lab Support

All Categories
COURSES

Explore Popular Courses

20000 TK
Discount Price 15000 TK

Complete HTML CSS JS Web Development Course 2023

3 Months || 63 hours 00 minutes

{5 Reviews}

20000 TK
Discount Price 15000 TK

Python Machine Learning Course 2023

3 Months || 63 hours 00 minutes

{5 Reviews}

15000 TK
Discount Price 10000 TK

C Programming Course 2023

2 Months || 36 hours 00 minutes

{5 Reviews}

15000 TK
Discount Price 10000 TK

C++ Programming Course 2023

2 Months || 36 hours 00 minutes

{5 Reviews}

8000 TK
Discount Price 5000 TK

HSC ICT with Lab Support Course 2023

2 Months || 36 hours 00 minutes

{5 Reviews}

8000 TK
Discount Price 5000 TK

SSC ICT with Lab Support Course 2023

2 Months || 36 hours 00 minutes

{5 Reviews}

Instractor

Nahid Hasan

Software Engineer
Yunnan University (China)

Saidur Rahman

Software Engineer
Yunnan University (China)

Trusted By

50+ Leading Universities And Companies

-এই Web Development কোর্স কাদের জন্য


যারা ওয়েব ডেভেলপার হতে চায়। যারা একদম শূন্য থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়েব ডেভেলপমেন্ট শিখে তারপর ওয়েব ডেভেলপার হিসেবে কোন সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতে চায়, তাদের জন্য। যারা প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে তেমন কিছুই জানে না, তাদের জন্য। এমনকি যারা চার বছর CSE পড়েও কিভাবে কি করবে দিশা করতে পারতেছে না, গুছিয়ে তেমন কিছু শিখেনি, তারাও এই কোর্স থেকে কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট শিখে চাকরিতে এপ্লাই করতে পারবে। 😀

Web Development কোর্স থেকে কি কি শিখতে পারবে:

৩ মাসে জুনিয়র ওয়েব ডেভেলপার হওয়ার রুটিন।


  1. প্রথম সপ্তাহ:

  2. প্রথমেই Web development বা website এর হাড্ডিগুড্ডি অর্থাৎ Html এর বেসিক কিছু tag যেমন p, a, body, html, div, em, h1, h2, h3, h4, h5, h6, head, img, input, li, ul, ol, span, strong, ইত্যাদি ধরে ধরে শিখতে হবে। তারপর সিমিলার স্টাইলে CSS এর স্টাইল রুলগুলা যেমন height, width, color, border, background, font-size, font-family, margin, padding, overflow, position, text-align, display, ইত্যাদিদিয়ে ওয়েবসাইটের রূপ লাবণ্য বাড়িয়ে দেয়ার সিস্টেম ট্রাই করতে হবে। আর হ্যাঁ, এইগুলা শুরু করার আগে ভিজ্যুয়াল ষ্টুডিও কোড আর নোড তোমার কম্পিউটারে ইন্স্টল্ করে নিও।

  3. দ্বিতীয় সপ্তাহ:

  4. এই সপ্তাহে তোমার কাজ হবে। ওয়েব সাইটের লেটেস্ট হাড্ডিগুড্ডি এর ক্যালসিয়াম বাড়ানো। অর্থাৎ HTML5 এর audio, video, aside, section, article, nav, header, footer ইত্যাদি ট্যাগগুলো দেখা। এর পাশাপাশি ওয়েবসাইট এ Form কিভাবে বানায়, টেবিল কিভাবে বানায় এইগুলা দেখা।

  5. তৃতীয় সপ্তাহঃ

  6. এরপর তোমার কাজ হবে css3 রিলেটেড কিছু জিনিস দেখা। যার মধ্যে আছে box-shadow, transition, transform, flexbox, grid layout, ইত্যাদি।

  7. চার নাম্বার সপ্তাহঃ

  8. এইবার শুরু হবে আসল খেলা। প্রথমে খুবই সিম্পলভাবে JavaScript এ পঞ্চরত্ন অথাৎ variable, condition, Array, Loop আর function সম্পর্কে জানবা। তারপর সিম্পল হলেও কিছু problem solving করতে হবে। একদম problem solving এর যদি ওস্তাদ হয়ে যেতে পারো তাহলে খুবই ভালো, না হলেও মিনিনাম তোমাকে তিনটা সংখ্যা থেকে বড় সংখ্যা বা কোন একটা array সেখান থেকে সব চেয়ে ছোট সংখ্যা বের করবে এমন টাইপের কিছু problem solving করবে। এরপর prime number, string reverse, factorial, Fibonacci সিরিজের মতো কিছু জিনিস শিখে ফেলবে। আবার iterative এবং recursive এই দুই সিস্টেম নিয়েও একটু ধারণা নিয়ে রাখবে।

  9. পাঁচ নাম্বার সপ্তাহ:

  10. এই উইক একটু রিলাক্সের। তাই সপ্তাহের একদম শুরুতে ওয়েবসাইটের ভিতরের আত্মা নিয়ে টান দিবা। যাতে ওয়েবসাইট এর দম বের হয়ে যায়। তো দম মানে DOM । এই DOM নিয়ে কাজ করতে গেলে কোন একটা টেক্সটবক্সে কি value আছে সেটা কিভাবে বের করা যাবে। দরকার পরলে ভ্যালু চেইঞ্জ করে দিবা। কোথাও মাউস দিয়ে ক্লিক করলে সেই ক্লিক এর মোক্ষম জবাব হিসেবে event টাকে হ্যান্ডেল করে ফেলবে। এবং ওয়েবসাইট এ ইন্টারেক্টিভ একটা ফিল নিয়ে আসতে পারবে। এই ইন্টারাক্টিভ ফিল নিয়ে দুই একটা প্রজেক্ট করে ফেলবে।

  11. সপ্তাহ নাম্বার ছয়:

  12. এই সপ্তাহের শেষে একদিন বা দুইদিন সময় নিয়ে। লাষ্ট চার সপ্তাহের রিভিশন দিয়ে দিবে।

  13. সপ্তাহ নাম্বার সাত:

  14. এই সপ্তাহে তোমার কাজ ওয়েবসাইটকে ফকির হলেও ডাইনামিক একটা ফিল দেয়া। তোমার নিজের গুদাম খালি হলেও আরেকজনের গুদামের জিনিস API নামক একটা জিনিস দিয়ে টেনে এনে ওয়েবসাইট এ দেখানো। সেটা হতে পারে json placeholder বা অন্য কোন API দিয়ে ডাটা এনে website দেখাতে পারো সেই রিলেটেড দুই তিনটা project করো।

  15. আট নম্বর সপ্তাহ:

  16. প্রথমেই ES৬ নামক কিছু জিনিস আছে সেগুলা দেখতে হবে। বিশেষ করে let, const, arrow function, default parameter, three dots, destructuring, ইত্যাদি। তারপর তুমি ওয়েব ডেভেলপার হও বা না হও। ব্রাউজার সম্পর্কে তোমাকে জানতেই হবে। আর ওয়েব ডেভেলপার হতে চাইলে তো আর কোন কথাই নাই। তাই তোমাকে প্রথমেই console, source ট্যাব সম্পর্কে জানতে হবে। তারপর network, elements আর Application ট্যাব নিয়েও আইডিয়া রাখতে হবে। তারপর ডিবাগ নামক একটা জিনিস আছে। সেটা হচ্ছে ওয়েবসাইট ঠিক মতো কাজ না করলে সেটার ভিতরে বাঘ-ভাল্লুক যা আছে সব শিকার করা। সেই শিকারী হতে হবে সপ্তাহ নাম্বার আট এ।

  17. সপ্তাহ নম্বর নয়:

  18. গত দেড় মাসে যা যা শিখছো এগুলাকে একটু ঘসামাজা করতে হবে। রিভিশন এর উপর রাখবে হবে। নচেৎ জিনিসগুলা তোমার কাছ থেকে গায়েবুল হাওয়া হয়ে যাবে।

  19. দশ নম্বর সপ্তাহে:

  20. এইবার জাভাস্ক্রিপ্টের জিনিসগুলো গুরিয়ে পেঁচিয়ে দেখতে হবে। Es6 এবং জাভাস্ক্রিপ্ট এর ট্রিকি কিছু কনসেপ্ট আছে সেগুলাতে সময় দিবে। তাহলে পরবর্তী স্টেপ এ কমফোর্ট ফিল করবে।

  21. সপ্তাহ নাম্বার এগার:

  22. এই সপ্তাহের শেষে দুইদিন বা তিনদিন সময় নিয়ে লাষ্ট দশ সপ্তাহের রিভিশন দিয়ে দিবে।

  23. সপ্তাহ নাম্বার বারো + সপ্তাহ নাম্বার তের:

  24. এইবার তোমার কাজ হচ্ছে এপ্লিকেশন বানানো। এবং সেটাকে ডেপ্লয় করা। এই দুই সপ্তাহে মিনিমাম দুইটা ওয়েবসাইট বানাতেই হবে।

  25. সপ্তাহ নাম্বার চৌদ্দ:

  26. একজন developer বা একজন programmer হিসাবে কিছু programming এর fundamental কিছু জিনিস তোমাকে জানতেই হবে। তারমানে বেসিক কিছু হলেও data structure এবং বেসিক কিছু algorithm জানতে হবে। এর পাশাপাশি object oriented programming সম্পর্কে মোটামুটি হলেও ধারণা রাখতে হবে।

  27. কিভাবে শিখবো?:

  28. উপরের রুটিনটা নিজে নিজে ফিনিশ করতে পারলে বেষ্ট। তবে আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা লম্বা সময় লেগে থাকতে পারে না। বা প্রথম প্রথম আটকে গেলে গুগল থেকে সল্যুশন বের করতে পারে না। কিংবা কিভাবে তার স্কিলকে রিপ্রেজেন্ট করে জব বা ইন্টার্ন পাবে সেই গাইডলাইন ম্যানেজ করতে না তারা তখন কোন কোর্স বা গাইডেড লার্নিং এনভায়রনমেন্ট এর কথা চিন্তা করতে পারো। তবে নিজে নিজে শিখো বা অন্য কারো কাছে শিখো-- হার্ডওয়ার্ক তোমাকে করতেই হবে। সময় তোমাকে দিতেই হবে। একটা লম্বা সময় ওয়েব ডেভেলপমেন্ট এর পিছনে লেগে তোমাকে থাকতেই হবে।

© 2022 Amigo IT Limited. Nahid Hasan & Saidur Rahman. All rights reserved.